অ্যাকসেসিবিলিটি লিংক

উগ্রবাদ: উৎকন্ঠা এবং উত্তরণ: পর্ব ২১


উগ্রবাদ নিয়ে আমাদের উৎকন্ঠার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে উগ্রবাদে আকৃষ্ট হচ্ছে তারুণ্য শক্তি, বিশেষত মুসলিম তরুণের একাংশ। সে যে কেবল মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষালয়ে শিক্ষিত তরুণ–তরুণী তাই-ই নয়, যারা খুব উঁচু মানের শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়া শিখেছেন, তাঁদের মধ্যেও এই প্রবণতা ভয়াবহ ভাবে লক্ষনীয়। তবে তরুণই হোক কিংবা বয়সী মানুষই হোক, নিজের মতাদর্শকে শ্রেষ্ঠ মনে করে তা অপরের উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকেই এই উগ্রবাদের সুত্রপাত।

তরুণ প্রজন্ম সম্ভবত তাদের নিজেদের সমাজের কিংবা দেশের চলমান সামাজিক ও অর্থনৈতিক অবস্থায় বেশ হতাশ হয়ে পড়েছিল। তাদেরকে এই আর্থ-সামাজিক কাঠামোর অন্তর্ভূক্তও করা হয়নি। আর তখনই তারা উগ্রবাদিদের আবেদন দ্বারা প্রভাবিত হয়। তখন তো অধিকাংশ উন্নয়নশীল দেশ থেকে প্রতিদ্বন্দ্বি মার্ক্সবাদ উধাও। আর ঠিক তখন তরুণরা এই উগ্রবাদি মতাদর্শের বেড়াজালে আটকে পড়ে। তারপর আবার তাদের মতো কেউ কেউ সেই ব্যবস্থারই একটি অংশে পরিণত হয় যারা হিংস্রতার মাধ্যমেই তাদের রাজনৈতিক ও ধর্মীয় অ্যাজেন্ডা বাস্তবায়িত করার চেষ্টা করছিল।

please wait

No media source currently available

0:00 0:10:56 0:00

XS
SM
MD
LG