অ্যাকসেসিবিলিটি লিংক

উগ্রবাদ: উৎকন্ঠা এবং উত্তরণ (পর্ব ১৩)


একটা জিজ্ঞাসা আমাদের প্রায়ই বিচলিত করে যে, উগ্রবাদের সঙ্গে তারুণ্য শক্তির একাংশের এই সম্পৃক্ততা কেন, বিশেষ করে ধর্মীয় উগ্রবাদের সঙ্গে। আমরা বার বার লক্ষ্য করেছি যে অধিকাংশ ক্ষেত্রেই, বয়সী লোকেরাই ঝুঁকেছেন ধর্মের দিকে, তারাই মেনে চলতে চান ধর্মের অনুশাসন। তাহলে ধর্ম সম্পর্কে উগ্র মতাদর্শের সমর্থনে তরুণদের হাতেই নিরীহ লোকজন প্রাণ হারাচ্ছেন কেন? আসলে ধর্ম হোক কিংবা জাতীয়তা হোক, অথবা গোষ্ঠি-প্রিয়তা হোক, সেটা মূল কথা নয়। মূল কথা হচ্ছে, উগ্রভাবে যে কোন ধরণের মতাদর্শ পোষণ করা।

নিজের মতাদর্শকে সর্বশ্রেষ্ঠ মনে করার প্রয়াস এখানে এক ধরণের অহং বোধ কাজ করে। অহং বোধ তো মানুষর থাকতেই পারে, আত্মবিশ্বাসও থাকতে পারে। কিন্তু উগ্রবাদ সংশ্লিষ্ট যে অহংবোধ তা ঠিক নিজের প্রতি বিশ্বাস বা আস্থার দৃষ্টান্ত নয়। হয়ত নিজের প্রতি অনাস্থা থেকেই এ মনস্তাত্বিক সমস্যার উদ্ভব।

please wait

No media source currently available

0:00 0:12:36 0:00

XS
SM
MD
LG