অ্যাকসেসিবিলিটি লিংক

নিহত ইটালীয় নাগরিকের হত্যাকান্ডের বিষয়ে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী এখনো কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি


Members of Bangladeshi police and detective branch stand by the site where Italian citizen Cesare Tavella was gunned down by unidentified assailants in Dhaka, Bangladesh, Sept. 29, 2015.
Members of Bangladeshi police and detective branch stand by the site where Italian citizen Cesare Tavella was gunned down by unidentified assailants in Dhaka, Bangladesh, Sept. 29, 2015.

গত সোমবার রাতে নিহত ইটালীয় নাগরিক সিজার তেভেলার হত্যাকান্ডের বিষয়ে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী এখনো কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি। ঢাকায় বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, হত্যার সঙ্গে ইসলামিক স্টেট বা আইএস-এর সম্পৃক্ততার দাবি তারা খুজে পায়নি। তবে তদন্তে পুলিশের টিম গঠন করা হয়েছে এবং তারা তদন্ত কাজ করছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে শিগগিরই প্রকৃত দোষীদের খুজে বের করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পুলিশের থানা ও স্টেশন থেকে বিদেশী সংস্থা, স্থাপনা, অভিজাত হোটেলসহ গুরুত্বপূর্ণ স্থান এবং বিদেশী নাগরিকদের নিরাপত্তা প্রদানে গুরুত্ব দেয়ার জন্য বলা হয়েছে। এদিকে জঙ্গী হামলার আশংকায় অস্ট্রেলীয় ক্রিকেট দল আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশ সফর স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়েছে। অস্ট্রেলীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া বিস্তারিত আলোচনা শেষে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করে।

এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00
সরাসরি লিংক



XS
SM
MD
LG