অ্যাকসেসিবিলিটি লিংক

আগের তুলনায় বাংলাদেশে জঙ্গীবাদ এবং সন্ত্রাসের বিস্তার ঘটেছে: মেজর জেনারেল মুনিরুজ্জামান


Terrorism
Terrorism

নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন জামায়েতুল মুজাহেদীন – জে এম বি একযোগে পাঁচ শোরও বেশী স্থানে বোমা হামলা চালায় এবং এর মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে তাদের সক্রিয় উপস্থিতির কথা জানায়। এর পরে বিভিন্ন সময়ে বোমা হামলায়, জে এম বির হাতে দুজন বিচারকসহ তেইশ জন নিহত হন।

ওদিকে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গীবাদ দমনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী ২০০৫ সালে সিরিজ বোমা হামলার জন্য তত্কালীন সরকারের মদদ ছিল বলেও উল্লেখ করেন।

২০০৫ সালে সিরিজ বোমা হামলা এবং এর পরবর্তীতে জঙ্গীবাদের উত্থান সম্পর্কে মূল্যায়ণ করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পীস এ্যাণ্ড সিকিউরিটি স্টাডিজের প্রধান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জামান। তিনি বলেন, আগের তুলনায় বাংলাদেশে জঙ্গীবাদ এবং সন্ত্রাসের বিস্তার ঘটেছে।

XS
SM
MD
LG