অ্যাকসেসিবিলিটি লিংক

আজ জার্মানিতে, দুটি রাজ্যে আঞ্চলিক আইনসভা নির্বাচন


জার্মানির দুটি রাজ্যে আজ সাধারণ নির্বাচনের ৬ মাস আগে, নুতন আঞ্চলিক আইনসভা গঠনে ভোট গ্রহণ করা হবে, যা দেশটির দীর্ঘকালীন চ্যান্সেলর, আঙ্গেলা মার্কেলের স্থলাভিষিক্ত কে হবেন তা নির্ধারণ করতে পারে I

জনমত জরিপে করোনা সঙ্কটে অব্যবস্থাপনা ও ভ্যাকসিন বিতরণে মন্থরতার জন্য চ্যান্সেলর, আঙ্গেলা মার্কেলের গ্রহণযোগ্যতা ৩০% হ্রাস পেয়েছেI তাই নির্বাচনের ফলাফল তাঁর অনুকূলে নাও যেতে পারেI

নির্বাচনের ফলাফল, রবিবার রাত বা শনিবার সকাল অব্দি প্রকাশ করা হতে পারেI

XS
SM
MD
LG