অ্যাকসেসিবিলিটি লিংক

টেক্সাসের স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত আটজনের প্রাণহানি


পার্শ্ববর্তী হ্যারিস কাউন্টির শেরিফ এড গোনজালেজ জানাচ্ছেন যে আজ সকাল বেলা টেক্সাসের স্যান্টা ফে শহরে , সেন্টা ফে হাই স্কুলে একজন বন্দুকধারী গুলি চালনায় অন্তত আট জনের প্রাণহানি ঘটেছে । তবে তিনি সংবাদদাতাদের এ ও বলেন যে এ সংখ্যা আট থেকে দশ হতে পারে এবং এদের অধিকাংশই হচ্ছে শিক্ষার্থি। বর্তমানে আটক সন্দেহভাজন গুলি চলনাকারীটিও ছাত্র বলে মনে করা হচ্ছে। গনজালেজ আরো জানান যে আহতদের মধ্যে একজন পুলিশ ও রয়েছে তবে সে কতটা আহত হয়েছে সে কথা জানা যায়নি।

সেখানকার Independent School District (ISD) এক বিবৃতিতে জানিয়েছিল যে অনেকেই আহত হয়েছে , কিন্তু ঠিক কতজন আহত হয়েছে সে কথা জানায়নি।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই গুলি চালনার ঘটনাকে ভয়াবহ আক্রমণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন এ দেশে বহু বছর থেকে চলে আসা অনেকগুলো এ ধরণের হামলার মধ্যে এটি একটি । তিনি ঘটনার যারা শিকার এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন , আমরা এই দুঃখের মূহুর্তে আপনাদের সঙ্গে আছি এবং থাকবো চিরকাল । তিনি সেই সব লোকের নাগালের বাইরে বন্দুক রাখতে চান যারা নিজেদের এবং অন্যদের জন্য হুমকি স্বরূপ।

এর আগে ঐ স্কুলের সহকারি অধ্যক্ষ ক্রিস রিচার্ডসন সংবাদদাতাদের বলেন যে সন্দেহভাজন লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে

XS
SM
MD
LG