অ্যাকসেসিবিলিটি লিংক

টেক্সাস গির্জায় হামলাকারী শাশুড়িকে হামলার আগে হুমকীমূলক টেক্সট পাঠিয়েছিল


যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দক্ষিণাঞ্চলের ছোট একটি শহরে রবিবার সকালে গির্জার প্রার্থনাকারীদের ওপরে নৃশংসভাবে যে বন্দুকধারী হামলা চালিয়েছে তাকে ২৬ বছর বয়সী ডেভিন ক্যালী বলে সনাক্ত করা হয়েছে। ঐ ঘটনায় ২৬ জন প্রাণ হারিয়েছে এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছে। সাদারল্যান্ড স্প্রিং-এ সকাল সাড়ে ১১টার দিকে ফার্স্ট ব্যাপটিস্ট চার্চে প্রার্থনা চলার সময় হামলা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকারী ক্যালী সেনেনটোনিও-র অধিবাসী এবং তার সংগে কোন সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র নেই বলেই মনে হচ্ছে।

বিমান বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, স্ত্রী এবং সন্তানের উপরে অত্যাচার চালানোর জন্য ক্যালীর কোর্ট মার্শাল হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে ক্যালীর গাড়ীতে বেশ কয়েকটি অস্ত্র পাওয়া গিয়েছে।

এদিকে কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, বন্দুকধারী ঘরোয়া বিবাদের কারনে তার শাশুড়িকে হামলা চালানোর আগে হুমকিমূলক টেক্সট পাঠিয়েছিল।

XS
SM
MD
LG