অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন কোরিয়ায় থাড ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা পদ্ধতি উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র প্রতিরোধে সক্ষম


যুক্তরাষ্ট্র সেনা কর্তৃপক্ষ বলেছে দক্ষিন কোরিয়ায় যে ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা পদ্ধতি বসানো হয়েছে তা এখন উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র প্রতিরোধে সক্ষম।

Terminal High Altitude Defense থাড নামের এই ক্ষেপনাস্ত্র প্রতিরোধ পদ্ধতি বসানো হচ্ছে সিওংজু গাল্ফ কোর্সে।

চীনের পক্ষ থেকে থাড’কে হুমকী আখ্যা দিয়ে এর বিরোধীতা করা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র গেং শুয়াং সোমবার সাংবাদিকদের বলেছেন তারা অবিলম্বে থাড স্থাপন প্রক্রিয়া বন্ধ করার আহবান জানিয়েছে।

XS
SM
MD
LG