অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডের রাজনীতিতে রাজকুমারীর অংশ গ্রহণ আলোড়ন সৃষ্টি করেছে


থাইল্যান্ডের নির্বাচনে রাজকুমারী উবোলরাতানা মহিদোল প্রধানমন্ত্রীর পদের জন্য প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে রাজনৈতিক অংগনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। যদিও ঐতিহ্যগত ভাবেথাই রাজপরিবার রাজনীতিতে ভূমিকা না নিয়ে বরং রাজনীতির বাইরে থাকে।মার্চ মাসে থাইল্যান্ডের নির্বাচনে অনুষ্ঠিত হতে যাচ্ছে

নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দলের একজন প্রার্থী হিসেবে রাজকুমারী উবোলরাতানা মনোনয়নপত্র জামা দিয়েছেন।

থাইল্যান্ডের সামরিক নেতা প্রায়ুথ চান ওচা তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন। শুক্রবার প্রায়ুথ পালাং প্রচারিত পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীয় নামার ঘোষণা দিয়েছেন।
এক বিবৃতিতে প্রায়ুথ বলেন, “আমি আমার ক্ষমতায় থাকার জন্য নয় বরং দেশ ও জনগণের লাভের জন্য নির্বাচন করছি।”

প্রায়ুথ ২০১৪ সালের মে মাসে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন।

XS
SM
MD
LG