অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত


সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ব্যাংককে পাহারারত পুলিশ, ১৬ই অগাস্ট, ২০২১- রয়টার্স
সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ব্যাংককে পাহারারত পুলিশ, ১৬ই অগাস্ট, ২০২১- রয়টার্স

থাইল্যান্ডের উদ্দাম যুব আন্দোলনের সঙ্গে যুক্ত হল সে দেশের সবচাইতে দীর্ঘস্থায়ী গণতন্ত্রপন্থী দল "রেড শার্ট" অভিজ্ঞদের আন্দোলন, যা এখন, প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওঁচা'র ক্ষমতায় থাকার প্রতি এই পথের আন্দোলন হিসেবে সবচাইতে মারাত্মক হুমকিI

তবে বিশেষজ্ঞদের ধারণা, যতদিন এই প্রাক্তন সামরিক প্রধান থাইল্যান্ডের মূল স্বার্থান্বেষী গোষ্ঠী , যেমন থাই রাজতন্ত্র, সামরিক বাহিনী ও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের সমর্থন পাবেন, তাঁকে সরাবার যত চেষ্টাই করা হোক, তাঁর পতন হবে নাI

প্রায় প্রতিদিনই সরকারের করোনা সংক্রমণের বিরুদ্ধে ব্যর্থতা ও অভাবনীয় অর্থনৈতিক দৈন্যের কারণে সেখানে প্রতিবাদ-বিক্ষোভ বেড়ে চলেছেI সন্ধ্যা নামতেই পাওয়া যায় কাঁদানে গ্যাসের গন্ধ এবং কট্টর তরুণ প্রতিবাদিদেরসঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে আগুনের লেলিহানI

বিশেষজ্ঞরা হুশিয়ার করে দিয়েছেন যে এসব সহিংসতা চলতে থাকলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে, যা এই অশান্ত দেশটিররাজনৈতিক সঙ্কটকে আরো বাড়িয়ে তুলবেI

লক্ষ লক্ষ প্রতিবাদকারী জনতা, সারা দেশজুড়ে, আহুত বর্ণিল গাড়ি বহরে যোগ দিয়ে প্রধানমন্ত্রী প্রায়ুথের পদত্যাগের দাবি জানাচ্ছিলেনI এই যানবহর ব্যাংকক শহর প্রদক্ষিণ করে, যা বিস্তৃত হয় উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় 'রেড শার্ট' দলের বিশেষ গ্রামীণ এলাকায়I

XS
SM
MD
LG