থাইল্যান্ডে বাস ও ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। রাজধানী ব্যাংকক থেকে ৫০ কিলোমিটার পূর্বে রোববার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, ওই বাসের ভিতরের যাত্রীরা বৌদ্ধদের একটি উৎসবের শেষ দিন পালন করতে মন্দিরে যাচ্ছিলেন। এ সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
উদ্ধারকর্মীরা বলেছেন, ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নিতে প্রয়োজন একটি ক্রেন। বাসের ভিতর ৬০ জন যাত্রী ছিলেন। প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা এ ঘটনায় শোক প্রকাশ করে তদন্তের আহ্বান জানিয়েছেন।