থাইল্যান্ড সরকারের আইন কর্মকর্তারা বাংলাদেশ ও মিয়ানমার থেকে মানব পাচারের অভিযোগে ৭২ জনকে অভিযুক্ত করেছে যাদের মধ্যে রাজনীতিবিদ এবং একজন সেনাবাহিনীর জেনারেলও রয়েছেন। শুক্রবার থাইল্যান্ড থেকে পাওয়া খবরে জানা গেছে ৩০ জনের ওপর অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারির পরওয়ানা জারি কারা হয়েছে। খবরে বলা হয়েছে বেশিরভাগ অভিযুক্তরা থাইল্যান্ডের নাগরিক এবং তাদের সাথে কয়েকজন বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকও রয়েছে।