থাইল্যান্ড তাদের পরিবহন অবকাঠামোর ব্যপক উন্নতির লক্ষ্যে দেশটির সামরিক সরকার চীনের সংগে অতি দ্রুতগতির রেল নেট ওয়ার্কের জন্য ৫’শ কোটি ডলারের বেশী এক চুক্তি সাক্ষর করবে বলে কথা রয়েছে।
প্রথম পর্যায়ে তারা ব্যাংকক থেকে নাখোন রাচাসিয়াম পর্যন্ত ২৫২ কিলোমিটার দীর্ঘ রেল লাইন তারা তৈরি করবে যা হবে তাদের প্রধান পদক্ষেপ। এই নির্মান কাজ শেষ হবার পর চীনের ইউনান প্রদেশের কুনমিং- পর্যন্ত বারো ষাট কিলোমিটারের রেল লাইন তৈরি করবে এবং পরবর্তী ধাপে থাই-লাওস সীমান্ত পর্যন্ত ঐ লাইন সম্প্রসারণ করা হবে।
বিশ্লেষকেরা ঐ রেল রোডকে প্রকল্পকে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের অংশ হিসেবে দেখছেন, যার ফলে তারা ঐ অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগ প্রসার ঘটাবে। রেল রোড প্রকল্পটি ঐ অঞ্চলে চীন যে ক্রমবর্ধমান প্রভাব-বিস্তার করছে তারই একটি বলে তুলে ধরা হয়।