অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডের সামরিক কাউন্সিলের প্রধান রাজার কাছ থেকে সামরিক আইন তুলে নেবার অনুমতি প্রার্থনা করেছেন


থাইল্যান্ডের ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের প্রধান বলছেন- এই যে গত বছরের অভ্যুত্থানের পর দেশে সামরিক আইন বলবত হয়েছিলো, রাজার কাছ থেকে সেটা তিনি তুলে নেবার অনুমতি প্রার্থনা করেছেন।

প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন-এটাকে একটা আনুষ্ঠানিকতা বলে গন্য করা হলেও রাজা ভূমিবল আদুলিয়াদেজকেই এই সামরিক আইন তোলা না তোলার ব্যাপারে এখন একটা সিদ্ধান্ত নিতে হবে।

বাক স্বাধীনতার কণ্ঠরোধ, রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর দমন তত্পরতা চালানো এবং পাঁচ বা তদোধিক ব্যক্তির একত্র সমাবেশ প্রতিরোধের ব্যাপারে এই সামরিক আইন সামরিক বাহিনীকে ব্যাপক-বিস্তৃত ক্ষমতা-কতৃত্ব দিয়েছে।সামরিক হুন্তার নেতা বলেন-নতুন একটা নির্দেশ অচীরেই সামরিক আইনের বদলে বলবত হবে।

XS
SM
MD
LG