অ্যাকসেসিবিলিটি লিংক

একদা পর্যটন-স্বর্গপুরী আজ অনিশ্চয়তার মুখে 


বিভক্ত দেশ, ছাত্র পরিচালিত প্রতিবাদ-বিক্ষোভ, বেহাল অর্থনীতি এবং সর্বোপরি মহামারীর ছোবল, একদা মহিমান্বিত পর্যটন স্বর্গপুরী, থাইল্যান্ডকে আজ অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেI থাইল্যান্ডের জনগণের কাছে যে রাজতন্ত্র ছিল পূজনীয়, যা ছিল তাদের ধরাছোঁয়ার বাইরে, তাঁর বিরুদ্ধে উঠেছে প্রতিবাদের ঝড়I ছাত্রসমাজ, ৱ্যালি, ব্যঙ্গাত্মক নাটক ও সামাজিক মাধ্যমে প্রাচীন থাই রাজতন্ত্রের সমালোচনায় এখন মুখরI তারা রাজতন্ত্রের বিলোপ বা ক্ষমতা সীমিত করার দাবি তুলেছেনI

এসব কিছুর মুলে এখন, রাজা মহা ভাজিরালংকর্ন, থাইল্যান্ডে যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যার প্রতি আনুগত্য রয়েছে সেনাবাহিনীর, বিত্তশালী ধনাঢ্য পরিবারের এবং বয়োজ্যেষ্ঠ রক্ষণশীলদেরI

তবে পর্যটন নির্ভর দেশ থাইল্যান্ডকে, ১৪ দিনের কোয়ারেন্টীনের শর্ত মেনে এখন পর্যটকদের দেশে স্বাগত জানাতে হচ্ছেI তবে তাতে সাড়া দিয়েছেন মাত্র কয়েক হাজার পর্যটক, অথচ গত বছরের শুরুতে, প্রাকৃতিক শোভা আর নয়নাভিরাম সাগর সৈকতের টানে এখানে আসেন প্রায় ৪ কোটি পর্যটকI

XS
SM
MD
LG