অ্যাকসেসিবিলিটি লিংক

ব্যাংককে বোমা বিস্ফোরণে ২৮ জন আহত


থাইল্যান্ডের রাজধানীতে একটি জরুরি চিকিৎসা কেন্দ্র থেকে বলা হয়েছে সরকার বিরোধী প্রতিবাদকারীদের একটি শিবিরের কাছে দুটি বোমা বিস্ফোরণে ২৮ জন আহত হয়েছে। সাত জন গুরুতরো ভাবে আহত হযেছে।

Erawan Medical Center যারা Bangkokএ হাসপাতালগুলো পর্যবেক্ষণ করে, তারা বলেছে Victory Monumentএ একটি শিবিরের কাছে দুটি পৃথক বোমা বিস্ফোরণের পর আহতদের রবিবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রথম বিস্ফোরণটি ঘটে যখন ৬ জন হামলাকারীর একজন, একটি গ্রেনেড ছোড়ে। গ্রেনেডটি গিয়ে পড়ে মঞ্চের কাছে। প্রতিবাদকারীরা মঞ্চটি তৈরি করেছে সমাবেশের জন্য। কয়েক মুহুর্ত পরেই আরেকটি বিস্ফোরণ ঘটে ফেরিওয়ালাদের কাছে।

ইতিমধ্যে শুক্রবারের এক বোমা বিস্ফোরণে গুরুতরো ভাবে আহত এক প্রতিবাদকারী শনিবার মারা যায়। বিরোধী নেতা Suthep Thaugsuban এর নেতৃত্বে এক সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে শুক্রবার ওই বিস্ফোরণ ঘটে।
XS
SM
MD
LG