অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভের দ্বিতীয় দিন-রাজধানী ব্যাঙ্কক অবরূদ্ধ-প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবী


থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভকারীরা আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ-সমাবেশে জমায়েত হন রাজধানী ব্যাঙ্ককে । রাজধানীকে অবরুদ্ধ করে ফেলা ও সেই সঙ্গে গদ্দীনশিন প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াতকে ক্ষমতাচ্যুত করাই লক্ষ্য তাঁদের ।
প্রতিবাদীদের অনেকেই খোদ ব্যাঙ্ককের বাসিন্দা হলেও দূর দূরান্তের এলাকা থেকেও আসেন বেশ কিছু বিক্ষোভকারী । এবং প্রতিবাদীরা বলছেন – সরকারের সঙ্গে মুখোমুখি এ বিরোধ প্রলম্বিত হতে পারে । ক্যামপর্ন সায়িংগ্রাভী আসেন ৭ শ’ কিলোমিটার দূর থেকে – গাড়ি চালিয়ে – সেই নাখন সি থামারাত প্রদেশ হতে । গাড়ি পার্ক করেছেন ব্যাঙ্ককের লুমফিনি পার্কে – রাত কেটেছে তাঁবুর নিচে । বললেন – ফিরে যাবার জন্যে আসেন নি তিনি – দরকার হলে রাস্তায় ঘুমোবেন । প্রধানমন্ত্রীর পদত্যাগ দেখতে চান তিনি ।
আন্দোলনের নেতা সূদেপ থূয়াগসূবান আগাম নির্বাচনের সরকারী ডাক প্রত্যাখ্যান করেন – বলেন, তত্বাবধায়ক প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে । প্রধানমন্ত্রী কিন্তু পদত্যাগে রাজি নন- উত্তাল পরিস্থিতির অবসান দেখতে চান তিনি । বললেন খোদ প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত
বললেন , সকলের সহযোগিতা চান তিনি – সংষ্কারে সকলের অংশীদারিত্ব প্রত্যাশা করেন তিনি ।
XS
SM
MD
LG