অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডের একটি আদালতে মানব পাচার অভিযোগে ৮৮ আসামীকে হাজির করা হয়


থাইল্যান্ডের একটি আদালতের এজলাশে আজ মঙ্গলবার মানব পাচার অভিযোগে সন্দেহভাজন যে ৮৮ আসামীকে হাজির করা হয় তার ভেতরে একজন ছিলেন সেনা বাহিনীর পদস্থ এক জেনারেল।

সন্দেহভাজন ঐ অভিযুক্তদের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদেরকে পাচার করার অভিযোগ দায়ের করা হয়েছে। মিয়াম্মার থেকে ধর্মীয় কারণে নিগৃহিত হওয়ার ভয়ে- প্রান্তিক জীবনযাত্রার দুর্দশার হাত থেকে রক্ষা পেতে প্রাণভয়ে- বাংলাদেশ থেকে বিপজ্জন সমুদ্র যাত্রার আশংকা সত্বেও যেসব রোহিঙ্গা পালাতে চেয়েছেন সেই তাঁদের পাচারের অভিযোগ রয়েছে এঁদের বিরুদ্ধে। দু’ হাজার এগারোর জানুয়ারী থেকে নিয়ে এবছরের মে’ অবধি সময়কালে এসব মানব পাচার সংঘটিত হয়েছে। থাইল্যান্ড – মালয়েশিয়া সীমান্তের কাছে গণ কবরে ডজন কে ডজন মৃতদেহের সন্ধান পাবার পর থাই কতৃপক্ষ যে চড়াও অভিযান শুরু করে সে সময়েই এসব আসামীকে পাকড়াও করা হয়।

সরকারী কৌঁশুলীরা বলছেন- ঐসব অভিবাসিকে পনের অর্থ আদায়ের ফিকিরে আটক শিবিরে অথবা সাগরবক্ষে আটকিয়ে রাখা হয়- ক্ষুধার্ধ অবস্থায়-- তাঁদের ওপর নিগ্রহ- নির্যাতন চালানো হয়, মারধোর করা হয় –বলাৎকারের শিকার হন তাঁরা- প্রাণবধ করা হয় তাঁদের।

XS
SM
MD
LG