বাংলাদেশী ভ্রমণকারীদের ভিসা দেয়ার ব্যাপারে থাইল্যান্ড কড়াকড়ি আরোপ করার বিষয়টি নাকচ করে দিয়েছে ঢাকায় অবস্থিত সেদেশের দূতাবাস । দূতাবাসের চার্জ ডে' এফেয়ারস ফাঁসিত চুটাবুদ্ধি সাংবাদিকদের রোববার বলেন বাংলাদেশের গণমাধ্যমে এবিষয়ে সম্প্রতি যেসকল প্রতিবেদন ছাপা হয়েছে তা সম্পূর্ণ ধারনা ভিত্তিক । থাই দূতাবাসে ২০ থেকে ৩০ হাজার বাংলাদেশী পাসপোর্ট ভিসা পাওয়ার অপেক্ষায় বেশ কিছুদিন যাবত পড়ে আছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাকে তিনি সত্য নয় বলে জানিয়েছেন। চার্জ ডে' এফেয়ারস বলেন থাইল্যান্ড সর্বদাই বাংলাদেশী ভ্রমণকারীদের স্বাগত জানিয়ে আসছে এবং তার ব্যত্যয় এখনও ঘটেনি । সঠিক কাগজপত্রসহ ভিসার আবেদন করেলে ২ থেকে ৩ দিনের মধ্যে ভিসা দেয়া হচ্ছে বলে তিনি দাবী করেন।সম্প্রতি সিঙ্গাপুরে ইসলামিক ষ্টেটের সাথে সম্পৃক্ততার অভিযোগে ২৬ জন বাংলাদেশীকে সেদেশ থেকে বহিষ্কারের পর থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর বাংলাদেশী ভ্রমণকারীদের ওই তিন দেশে ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করেছে বলে বাংলাদেশের গণমাধ্যমে কয়েকদফা খবর প্রকাশিত হয় ।জহুরুল আলমের রিপোর্ট: