অ্যাকসেসিবিলিটি লিংক

বার্মার অশান্ত রাজনৈতিক পরিবেশে থাইল্যান্ড উদ্বিগ্ন 


বার্মার অশান্ত রাজনৈতিক পরিবেশ থাইল্যান্ডের জন্য এখন চরম উদ্বেগের কারণI সেখানকার সামরিক সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর, সামরিক জান্তা, নির্দয়ভাবে গণতন্ত্রপন্থী প্রতিবাদ-বিক্ষোভের বিরুদ্ধে নৃশংস দমন অভিযান শুরু করেI নেত্রী অন সান সূচিসহ, হাজার হাজার রাজনৈতিক কর্মীদের আটক করা হয়I শত শত লোককে সামরিক বাহিনী হত্যা করেI

তবে জনগণকে আন্দোলন থেকে বিরত করা যায় নিI বার্মার বড় বড় শহরগুলিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছেI পার্শবর্তী দেশ, থাইল্যান্ড, যেখানেও রাজতন্ত্রের বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, বার্মার সমগ্র দেশজুড়ে চলতে থাকা এই সংঘাতের নিরসন চায়I

বার্মার সামরিক জান্তার নেতা, জেনারেল হ্লেইং এবং আসিয়ান দেশভুক্ত নেতাদের মধ্যে সংঘাত নিরসন কল্পে, সম্প্রতি ৫ দফা চুক্তি স্বাক্ষরিত হয়I তবে বার্মা সেই চুক্তির প্রতি সামান্যই আগ্রহ দেখাচ্ছেI দুটি পক্ষের প্রস্তাবে অবিলম্বে সহিংসতা বন্ধের, রাজনৈতিক সংলাপ শুরু করার এবং একজন আঞ্চলিক বিশেষ দূত নিয়োগের প্রস্তাব করা হয়I

XS
SM
MD
LG