অ্যাকসেসিবিলিটি লিংক

থাই সরকার নাকচ করলো নির্বাচন স্থগিত করার আহ্বান


থাইল্যান্ডের নির্বাচন কমিশন সেখানে ফেব্রুয়ারি মাসের ভোটগ্রহণ পিছিয়ে দেয়ার যে অনুরোধ করেছিল , সেখানকার সরকার তা নাকচ করে দিয়েছে। এর আগে সেখানে ব্যাঙ্ককে পুলিশ এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং বেশ খিচু লোক আহত হন।

আজ টেলিভিশনে দেওয়া এক ভাষণে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী বলেন যে পরিকল্পনা অনুযায়ী দোসরা ফেব্রুয়ারির নির্বাচনের কর্মসূচী অব্যাহত থাকবে।

ফরাসি বার্তা সংস্থা বলছে যে উপ প্রধানমন্ত্রী আরও বলেন যে নির্বাচনে বিলম্ব হলে , আরো সহিংস ঘটনা ঘটতে পারে। প্রধান মন্ত্রী ইংলাক শিনাওয়াত , রাজনৈতিক সঙ্কট নিস্পত্তির উপায় হিসেবে আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর অপসারণের আহ্বান জানাচ্ছেন , বলছেন যে দেশকে দূর্নীতি এবং অর্থের রাজনীতি থেকে মুক্ত করার জন্যে , প্রধানমন্ত্রীর অপসারণ প্রয়োজন।

তারা মিস ইংলাককে , তার ভাই , সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রারই বসানো পুতুল বলে মনে করে।
XS
SM
MD
LG