অ্যাকসেসিবিলিটি লিংক

স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশংকা, ভারতে অক্টোবরে আঘাত হানতে পারে করোনার তৃতীয় ঢেউ 


রয়টারের সমীক্ষা অনুযায়ী, ভারতে অক্টোবর মাসে তৃতীয় একটি সংক্রমণের ঢেউ আঘাত হানতে পারে, তবে তা বর্তমান সঙ্কট-নিয়ন্ত্রণের চাইতে উন্নতভাবে নিয়ন্ত্রিত হবেI জুন মাসে নেয়া সমীক্ষায় জানানো হয়, ৪০জন স্বাস্থ্য-সেবা বিশেষজ্ঞ, চিকিৎসক, বিজ্ঞানী, ভীরুলজিস্ট ও পন্ডিতবর্গ বিশ্বজুড়ে টিকাদানের সফলতার ওপর ভিত্তি করে জানিয়েছেন যে, এই সফলতা নুতন সংক্রমণ রোধে সহায়ক হবেI

৭০% বিশেষজ্ঞদের মতামত যে, নুতন সংক্রমণ বর্তমান সংক্রমণের চাইতে উন্নতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবেI বর্তমানের যে করোনা সঙ্কট ভ্যাকসিন, ঔষধ, অক্সিজেন ও হাসপাতালের শয্যার অভাবে চরম ব্যর্থতার মুখে পড়েI ভারতের জনগোষ্ঠীর মাত্র ৫% দুটি ডোজ পেয়েছেন এবং যার কারণে, ভারতের কোটি কোটি মানুষ সংক্রমণ ও সম্ভব্য মৃত্যুর ঝুঁকিতে রয়েছেনI

(রয়টার্স)

XS
SM
MD
LG