কর্তৃপক্ষ শুক্রবার জানান, পশ্চিমাঞ্চলীয় ভারতে মৌসুমী বর্ষার কারণে সৃষ্ট, ভুমিধ্বসে ৩৬ জনের মৃত্যু হয়েছেI মুম্বাইয়ের দক্ষিণে মহারাষ্ট্র রাজ্যের রাইগাধ শহরে সন্ধ্যায় তিনটি পৃথক ভুমিধ্বসে এখনো আরও ৩০ জন নিখোঁজ রয়েছেনI স্থানীয় একজন কর্মকর্তা জানান “অন্তত ৩৫ থেকে ৪০ জন আটকা পড়ে আছেন, আমরা তাদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছি”I এছাড়াও এই রাজ্যে আরো ১৫জন এখনো নিখোঁজ বলে জানানো হয়I
ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় হাজার হাজার লোক আটকা পড়লে, নৌ ও বিমান বাহিনী উদ্ধার তৎপরতায় যোগ দেয়, তবে সেই তৎপরতা ভূমিধ্বসের কারণে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বাধার মুখে পড়ে, এই সড়কগুলির মধ্যে ছিল মুম্বাই ও গোয়ার মধ্যকার সংযোগকারি মহাসড়কI
২৪ ঘন্টা ধরে বিরামহীন বর্ষণের কারণে, ভাশিসটি নদী উপচে পড়লে, মুম্বাই থেকে ১৬০ মাইল দূরে চিপলুন শহরে পানির উচ্চতা গিয়ে দাঁড়ায়, ৩.৫ মিটার বা ১২ ফুট, যার কারণে বহু পথ ও ঘরবাড়ি জলমগ্ন হয়েছেI
ভারতীয় নৌবাহিনী, রাবার বোট, লাইফ জ্যাকেট ও লাইফবয় সমেত, ৭টি ত্রাণ দল মোতায়েন করেছেI এই উদ্ধারকাজে বিশেষজ্ঞ ডুবুরি এবং আটকা পড়া লোকজনদের উদ্ধারের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছেI
রাজ্য সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্শ্ববর্তী শহর, খেদ'এ ভুমিধ্বসে ১০জন আহত হয়েছেনI বিবৃতিতে জানানো হয়, আরো ১০ থেকে ১৫জন ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকতে পারেনI
(এএফপি)
ভারতের আবহাওয়া দপ্তর, আগামী কয়েক দিনে ভারী বর্ষণ অব্যাহত থাকাসহ, রাজ্যের বিভিন্ন কয়েকটি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছেনI