অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনে ফেরিডুবিতে ৩৮জন নিহত, নিখোঁজ অনেকে


দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে, ফিলিপাইনে, যাত্রীবাহী ফেরির নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। শুক্রবার দিনের শেষে, সেবু প্রদেশের উপকুলে একটি মাল্অবাহী জাহাজের সাথে ধাক্কা লাগলে যাত্রীবাহী ফেরিটি ডুবে যায়।

কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় ৩৮ জন মারা যাবার খবর নিশ্চিতভাবে জানা গেছে। এখনও পর্যন্ত ৮২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

শনিবার, ঝড়ো আবহাওয়ার কারণে, ডুবুরীদের উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়। ফেরিটি এখন ৩০ মিটার পানির নিচে ডুবে আছে। আশঙ্কা করা হচ্ছে, এখনও অনেক যাত্রী সেখানে আটকা পড়ে আছেন।

রোববার ভোরে আবারও উদ্ধার কাজ শুরু হয়েছে।

স্থলসীমার ২ কিলোমিটার দূরে, যাত্রীবাহী ফেরিটির সঙ্গে ১১ হাজার টনের একটি মালবাহী জাহাজের ধাক্কা লাগে। জাহাজের ক্যাপেটেন সবাইকে ফেরি ত্যাগ করার আদেশ দেন। রাতের অন্ধকারে অনেক যাত্রী লাইফ জ্যাকেট পরে উত্তাল সমুদ্রে ঝাপ দেয়। ৪০ বছরের পুরোনো ফেরি কয়েক মিনিটের মধ্যে ডুবে যায়।

ফেরির ৮০০ যাত্রীর মধ্যে বেশ কয়েকশ যাত্রীকে এরই মধ্যে উদ্ধার করা হয়েছে।
XS
SM
MD
LG