অ্যাকসেসিবিলিটি লিংক

হেলথ পাসের বিরোধিতা করে কানাডা ও ফ্রান্সে বিক্ষোভ


 ফ্রান্সে রেল স্টেশনে হেলথ পাস পরীক্ষা করছেন নিরাপত্তা কর্মীরা, ৯ই অগাস্ট, ২০২১ - এপি
ফ্রান্সে রেল স্টেশনে হেলথ পাস পরীক্ষা করছেন নিরাপত্তা কর্মীরা, ৯ই অগাস্ট, ২০২১ - এপি

কানাডার মন্ট্রিয়াল ও সমগ্র ফ্রান্স জুড়ে টীকা পাসপোর্টের বিরুদ্ধে প্রতিবাদে শনিবার হাজার হাজার প্রতিবাদকারী যোগ দেন I আগামী মাস থেকে কানাডার কুইবেক শহরে কভিড টিকা নেয়ার সত্যতা প্রমান করতে এসব পাসপোর্ট দেখতে চাইবেন রেস্তোরা, বার , জিম বা উৎসব আয়োজক কর্তৃপক্ষI কুইবেক শহরে টিকা নেয়ার হার বেশ উঁচুতেI সেখানে ৮৪% জনগণ একটি এবং ৭০% দুটিডোজ পেয়েছেনI

এরপরেও, প্রতিবাদকারীরা তাদের পরিবার-পরিজনসহ মন্ট্রিয়ালের রাস্তায় শান্তিপূর্ণ মিছিলে অংশ নেনI মিছিলে অংশগ্রহণকারী ৩১ বছর বয়সী, ভেরোনিক হোয়ালেন বলেন, টিকা নেবো কি নেবো না, সেটা কারুর ব্যক্তিগত ইচ্ছা, পাসপোর্টের মাধ্যমে তা নিতে জোর করা হচ্ছেI

ফ্রান্সের রেস্তোরা বা দূর পাল্লার ভ্রমণ বা ট্রেন ভ্রমণের সময় এই পাসপোর্ট দেখাতে হবেI তবে ফ্রান্সে এই শনিবার, কম সংখ্যক মানুষ মিছিলে অংশ নেনI পরপর ৫টি শনিবার এই মিছিল অনুষ্ঠিত হলো।

ডেল্টা ধরণের ভাইরাসের কারণে নতুন করে সংক্রমণ দেখা দিলে, ফ্রান্সে গত সপ্তাহ থেকে হেলথ পাস প্রবর্তন করা হয়I জন্স হপকিন্স করোনা ভাইরাস রিসোর্স সেন্টারে্র দেয়া তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ফ্রান্সে ১,৪৬,০০০ নতুন করে সংক্রমিত হয়েছেন,৩৫৮ জনের মৃত্যু হয়েছেI

XS
SM
MD
LG