অ্যাকসেসিবিলিটি লিংক

রাঙামাটি পার্বত্য জেলায় বন্দুকধারিদের গুলিতে ৩ জন উপজাতি নিহত


বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাই হাট এলাকায় সোমবার ভোরে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে ৩ জন উপজাতি নিহত এবং অপর একজন আহত হওয়ার খবর পওায়া গেছে।

পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতারা নিহত এবং আহতদের তাদের সংগঠনের সদস্য বলে দাবি করেছেন। তাঁরা এ হত্যাকাণ্ডের জন্য তাদের প্রতিপক্ষ সংগঠন সংস্কারপন্থী জন সঙ্ঘতি সমিতি জেএসএসকে দায়ী করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করেতে পারেনি।

এর আগে মে মাসের প্রথম সপ্তাহে বন্দুকধারীদের গুলিতে রাঙ্গামাটি জেলায় ৬ জন পাহাড়ি নিহত হন। জেএসএস তখন নিহত ওই ৬ জনকে তাদের সদস্য বলে দাবি করে হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফকে দায়ী করেছিল।

ওদিকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার গভীর রাতে এবং সোমবার ভোরে দেশের বিভিন্ন স্থানে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে গত দুই সপ্তাহে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:54 0:00


XS
SM
MD
LG