অ্যাকসেসিবিলিটি লিংক

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রতিবাদে টিআইবি'র মানববন্ধন


তথ্য জানার আন্তর্জাতিক অধিকার দিবস উপলক্ষ্যে নজরদারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি সদ্য পাশ করা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রতিবাদে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধন কর্মসূচি থেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে কালো আইন হিসেবে আখ্যা দিয়ে বলা হয়, এই আইন স্বাধীন মতামত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে সাথে সাথে তথ্য জানার অধিকারও ক্ষুন্ন হবে। মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই আইনে সম্মতি প্রদান না করে পুনঃবির্বেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে প্রেসিডেন্টের প্রতি আহবান জানিয়েছেন।

এদিকে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবিতে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং শনিবার সংবাদ মাধ্যমের সম্পাদকদের সংগঠনের সম্পাদক পরিষদ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG