বাংলাদেশে স্বামীর দুর্নীতির কারনে অনেক ক্ষেত্রে তাঁদের স্ত্রীদের সাজা খাটতে হচ্ছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রোববার ঢাকায় টিআইবি আয়োজিত এক সেমিনারে এমন তথ্য উপস্থাপন করে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন দুদকে'র দেয়া তথ্য অনুযায়ী ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুদক কর্তৃক মামলায় আদালতের রায়ে স্বামীর অবৈধ সম্পদ স্ত্রীর নামে রাখায় সবচেয়ে বেশি সাজার শিকার হয়েছেন রাজনীতিবিদের স্ত্রীরা। এতে আরও জানান হয় দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে সরকারি কর্মকর্তা-কর্মচারীর এবং ব্যবসায়ীদের স্ত্রীরা।
সেমিনারে টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির মামালায় অবৈধ আয়ের সম্পদের দায়দায়িত্ব পুরুষের পাশাপাশি অনেক ক্ষেত্রেই যৌক্তিক কারণে, অনেক ক্ষেত্রে অযৌক্তিক কারণে নারীর উপরে বর্তায়।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং অন্যান্য বক্তারা বলেন, স্বামীর অপরাধের জন্য স্ত্রীদের এভাবে সাজাপ্রাপ্ত হওয়াটা কাম্য নয়।