অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ: বাংলাদেশের দুর্নীতি তুলনামূলক সামান্য কমেছে


Transparency International 2017
Transparency International 2017

দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক নজরদারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার বিশ্বব্যাপী দুর্নীতি ধারণাসূচক রিপোর্ট প্রকাশ করেছে। এর বাংলাদেশ শাখা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি দুর্নীতি ধারণাসূচক যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বাংলাদেশের দুর্নীতি তুলনামূলক সামান্য কমেছে।

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:29 0:00
Transparency International Bangladesh
Transparency International Bangladesh

​বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান ১৭তম-যা ২০১৬-তে ছিল ১৫তম স্থানে। ন্যূনতম বৈশ্বিক গড় স্কোর ৪৩ হলেও, বাংলাদেশের স্কোর এখনো ২৮। বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরে অর্থাৎ দ্বিতীয় সর্বনিম্ন। টিআইবি বলছে, অগ্রগতি খুবই সামান্য। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এর কারণ ব্যাখ্যা করে বলেন, রাজনৈতিক অঙ্গীকারের অভাব রয়েছে। বিএনপি প্রধান খালেদা জিয়ার কারাদন্ড প্রাপ্তিতে টিআইবি প্রধান বলেন, তবে তার মতে, দুর্নীতির দায়ে অভিযুক্ত সবারবিচার যখন পরিচয় নির্বিশেষে করা যাবে তখনই ইতিবাচক ফলাফল মিলবে। টিআইবি বলছে, বিশ্বব্যাপী নাগরিক স্বাধীনতা সংকুচিত হওয়ার সাথে দুর্নীতি বৃদ্ধির নিবিড় সম্পর্ক রয়েছে যা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য।

XS
SM
MD
LG