গল্ফ চ্যাম্পিয়ন টাইগার উডসকে আমেরিকার সর্বোচ্চ অসামরিক সম্মান 'প্রেসিডেন্সিয়াল মেড্যাল অফ ফ্রিডম' প্রদান করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্যক্তিগত জীবনে বিভিন্ন রকম সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিলেন উডস। পদক গ্রহন করে তাই তিনি আবেগ তাড়িত হয়ে পড়েন এবং তাঁর মা ও দুই সন্তানকে তাঁর দুঃসময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় তিনি বলেন, “আমাকে এ সম্মান দেয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমি বলতে চাই, এটা আমার জীবনে এক অবিশ্বাস্য অভিজ্ঞতা এবং আমি বিগত বছর গুলিতে রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাবার পর আবারো এমন একটা সাফল্য পাব এটা কখনোই ভাবিনি। আমি নিজেকে ফিরে পেতে অনেক পরিশ্রম করেছি। এ সাফল্যের পেছনে অবদান আমার পরিবারের। এ ছাড়াও আমি ধন্যবাদ জানাই তাদের, যারা সবসময় আমার পাশে ছিলেন। আপনাদের সমর্থন ছাড়া আমার এ অর্জন কিছুতেই সম্ভব হতো না”।
গত মাসে মাস্টার্স টাইটেল জিতে ক্যারিয়ারের ১৫তম মেজর শিরোপা ঝুলিতে পুরেছেন উডস, যা ২০০৮ সালের পর তাঁর শীর্ষ কোনও শিরোপা।
মাস্টার্স প্রতিযোগিতায় জেতার পরেই টাইগার উডসকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান জানানোর খবর এক টুইট বার্তায় ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি উডসকে 'ক্রীড়া ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অ্যাথলিট' উল্লেখ করে তাঁর টুইট বার্তায় বলেন, 'বিশ্বে আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রতীক টাইগার উডস।'
গলফ দুনিয়ায় আরনল্ড পামার, জ্যাক নিকোলাস ও চার্লি সিফোর্ডের পর চতুর্থ গলফার হিসেবে এ সম্মান পেলেন উডস।