অ্যাকসেসিবিলিটি লিংক

কঠোর নিরাপত্তা যুক্তরাষ্টের রাজধানী ঘিরে 


(
(

যুক্তরাষ্ট্র কংগ্রেসে দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার দিন থেকে,
রাজধানী ডিসিতে শান্তি বজায় রাখার লক্ষ্যে, হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্যদের স্বাগত জানানোর প্রস্তূতি নেয়া হয় I এসব সদস্যরা, জো বাইডেনের সুষ্ঠূ শপথ গ্রহণ অনুষ্ঠান ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করবেন I

ভারপ্রাপ্ত পুলিশ প্রধান, রবার্ট কোন্টি বলেন, আপনারা ২০,০০০ গার্ড সদস্য আশা করতে পারেন I ইতিমধ্যেই ৬.০০০ গার্ড সেনাকে রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে I

শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সম্ভব্য উত্তেজনা প্রশমনে, হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে তিনি প্রতিবাদকারীদের আইন মেনে চলার অনুরোধ জানান I তবে কর্তৃপক্ষের উদ্বেগ যে, রাজধানীর নিরাপত্তার চাইতে বাইরের অন্যান্য রাজ্যে হামলার আশংকা বেশি থাকতে পারে, কারণ বাইরের বহু রাজ্যে, কয়েক বছর ধরে স্বশস্ত্র হামলার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে I

XS
SM
MD
LG