অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়ার আমহারা বাহিনীগুলো টিগ্রায়ে নৃশংসতা চালিয়েছে: দুটি অধিকার গোষ্ঠীর প্রতিবেদন


ফাইল ছবিতে টিগ্রায়ের উত্তরাঞ্চলের বিরুদ্ধে কেন্দ্রীয় ও আঞ্চলিক বাহিনীর সঙ্গে লড়াই করা আমহারা মিলিশিয়া সদস্যদের দেখা যাচ্ছে। নভেম্বর ০৪, ২০২০।
ফাইল ছবিতে টিগ্রায়ের উত্তরাঞ্চলের বিরুদ্ধে কেন্দ্রীয় ও আঞ্চলিক বাহিনীর সঙ্গে লড়াই করা আমহারা মিলিশিয়া সদস্যদের দেখা যাচ্ছে। নভেম্বর ০৪, ২০২০।

অধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ইথিওপিয়ার আমহারা অঞ্চলের বাহিনীগুলো পার্শ্ববর্তী টিগ্রায় অঞ্চলে ধারাবাহিক ভাবে নৃশংসতা চালিয়েছে।

ঐ দুটি অধিকার গোষ্ঠীর বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আমহারা অঞ্চলের মিলিশিয়া বাহিনী টিগ্রায়ের পশ্চিমাঞ্চলে ব্যাপক সংখ্যক মানুষকে আটক এবং বেসামরিক লোকদের হত্যা করছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিস রেসপন্সের পরিচালক জোয়ান মেরিনার বলেছেন, "টিগ্রায়ের পশ্চিমাঞ্চলের কয়েকটি শহরে থাকা অবশিষ্ট টিগ্রায়ান বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আমহারা বাহিনীর নতুন আক্রমণে বিপদের সংকেত পাওয়া যাচ্ছে।

মেরিনার, জেলে আটক টিগ্রায়ান জাতিগোষ্ঠির লোকজনের উপর আরও নৃশংসতা প্রতিরোধে অবিলম্বে হস্তক্ষেপের আহবানও জানান।

অধিকার গোষ্ঠীগুলো বলেছে যে- ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী এবং টিগ্রায়ের পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের কাছ থেকে তারা নৃশংসতার কথা জানতে পেরেছে।

অধিকার গোষ্ঠীটি জানিয়েছে- আমহারা অঞ্চলের পুলিশ কর্মকর্তারা, পুলিশ মিলিশিয়ারা এবং ফানোস নামে পরিচিত একটি বেসামরিক মিলিশিয়া গোষ্ঠী নভেম্বরের শুরু থেকে আদেবাই, হুমেরা এবং রাউয়ান শহরে নিয়মতান্ত্রিকভাবে টিগ্রায়ানদের ঘিরে রেখেছে।

XS
SM
MD
LG