অ্যাকসেসিবিলিটি লিংক

'টিগরে' সেনাদের আত্ম-সমর্পনের জন্য ৭২ ঘন্টা সময় দেয়া হলো 


ইথিপিয়ার প্রধানমন্ত্রী, আবি আহমেদ, 'টিগরে' প্রাদেশিক বাহিনীর প্রতি অস্ত্র সমপর্ণের জন্য ৭২ ঘন্টা চুড়ান্ত সময় বেঁধে দিয়েছেনI তিনি এক বিবৃতিতে জানান,"আপনাদের ধ্বংসের যাত্রা শেষ হয়েছে , শান্তিপূর্ণভাবে ৭২ ঘন্টার মধ্যে অস্ত্র সমর্পন করুন,নইলে প্রাদেশিক রাজধানী, মিকেলেতে সামরিক অভিযান চালানো হবেI এটিই আপনাদের শেষ সুযোগI

৪ঠা নভেম্বর সংঘাত শুরু হবার পর,স্থানীয় 'টিগরে' বাহিনী, ইথিওপিয়ার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়I স্থানীয় বাহিনী একটি সামরিক ঘাঁটিতে হামলা চালালে, প্রধানমন্ত্রী আবি আহমেদ, সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠানI চলমান সংঘাতে সেখানে শত শত লোকের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার জনগণ প্রাণভয়ে পার্শ্ববর্তী দেশ সুদানে আশ্রয় নিয়েছেনI

XS
SM
MD
LG