অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের রাশিয়া সফর


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন এপ্রিলের ১২ তারিখে মস্কোর উদ্দেশ্য রওনা হচ্ছেন। অসামরিক জনগণের ওপরে সিরিয়ার রাসায়নিক হামলার পালটা জবাবে যুক্তরাষ্ট্রসিরিয়ার এক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালায় এবং তারই কয়েক দিনের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রী এই সফরে যাচ্ছেন।কর্মকর্তারা বলছেন, আমেরিকার শীর্ষ কূটনীতিবিদ রাশিয়াকে অনুরোধ জানাবেন তারা সিরিয়ার বাসার আল আসাদ সরকারকে যে সমর্থন দিচ্ছেন সে বিষয়টি যেন পুনরায় বিবেচনা করেন।

ওদিক, ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী বোরিস জনসন শনিবার জানিয়েছেন, এপ্রিল মাসের ১০ তারিখে তার যে মস্কো সফরের কথা ছিল তাতিনিবাতিল করেছেন।এক বিবৃতিতে তিনি বলেন সিরিয়া বর্তমান পরিস্থিতিতে সবকিছুর আমূল পরিবর্তন ঘটেছে।


বুধবার রাশিয়া সফরের পর পররাষ্ট্র মন্ত্রী টেলারসন ইটালিতে জি ৭ পররাষ্ট্র মন্ত্রীদের শীর্ষ বৈঠকে যোগ দেবেন।

XS
SM
MD
LG