সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলার্সান, আরজেনটিনার প্রেসিডেন্ট মরিসিও মারসির সঙ্গে রুদ্ধ দ্বার বৈঠকে মিলিত হন। টিলার্সান দক্ষিণ আমেরিকায় ৫টি দেশ সফর করছেন। সোমবার ছিল তার সফরের দ্বিতীয় দিন।
বুয়েনাস আইরেস এর উকন্ঠে টিলার্সান, মার্সির সঙ্গে সাক্ষাৎ করেন।
রবিবার টিলার্সান বলেন সে দেশের নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি, ভেনেজুয়েলার বিরুদ্ধে তেলের নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথা তোলেন। তিনি বলেন নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে সে দেশে অবাধ নিরপেক্ষ এবং যাচাই যোগ্য নির্বাচন নিশ্চিত করা।