অ্যাকসেসিবিলিটি লিংক

টিলারসান, আফ্রিকাতে তাঁর সফরের সময় একদিন কমিয়ে দিয়েছেন


Chad's President Idriss Deby welcomes U.S. Secretary of State Rex Tillerson at the Presidential Palace in N'Djamena, Chad, March 12, 2018.
Chad's President Idriss Deby welcomes U.S. Secretary of State Rex Tillerson at the Presidential Palace in N'Djamena, Chad, March 12, 2018.

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসান, আফ্রিকাতে তাঁর সফরের সময় একদিন কমিয়ে দিয়েছেন। উত্তর কোরিযাসহ কিছু জরুরী বিষয় নিয়ে কাজ করার জন্য তিনি তাঁর সফরসূচী পরিবর্তন করেন।

পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি স্টিভ গোল্ডস্টিন সোমবার বলেছেন চ্যাড এবং নাইজেরিয়ায় আনুষ্ঠানিক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী, তাঁর অত্যন্ত ব্যস্ত সময়সূচীর কারণে একদিন আগে যুক্তরাষ্ট্রে ফিরে আসছেন।

টিলারসান যখন আফ্রিকায় তখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সরাসরি আলোচনা করার আমন্ত্রণ গ্রহণ করেছেন। মে মাসের মধ্যে ওই আলোচনা হওয়ার কথা। পরিকল্পনার খুঁটিনাটি এখনও স্থির করা হয়নি।

সোমবার, টিলারসান চ্যাডের প্রেসিডেন্ট ইদ্রিস দেবির সঙ্গে আলোচনার জন্য, রাজধানী উনজামিনাতে যান।

টিলারসান এরপর নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারীর সঙ্গে বৈঠকের জন্য রাজধানী আবুজায় যান। পররাষ্ট্রমন্ত্রী টিলারসান তারপর দেশের উদ্দেশ্যে রওনা হন।

XS
SM
MD
LG