অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্রমন্ত্রী টিলারসান ভারত সফরে গেছেন


India US Tillerson
India US Tillerson

ভারতের সঙ্গে কলাকৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রতি যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতাদের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, জোরালো ওই মৈত্রী বন্ধন তুলে ধরেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসানের মধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ছিল সন্ত্রাসবাদ মোকাবেলা এবং আফগানিস্তানের উন্নয়নে ভারতের ভূমিকা। পররাষ্ট্রমন্ত্রী টিলারসান কাবুল এবং ইসলামাবাদে যাত্রা বিরতির পর ভারতের রাজধানীতে যান।

আলোচনার পর এক সাংবাদিক সম্মেলনে টিলারসান এই আশ্বাস দেন যে “সন্ত্রাসবাদ দমনের লড়াইয়ে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কাধে কাধ মিলিয়ে লড়ে যাওয়া অব্যাহত রাখবে। সন্ত্রাসীদের অভয় আশ্রয় বরদাস্ত করা যাবে না।”

ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বরাজ বলেন “প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন কলাকৌশল তখনই সফল হবে যখন পাকিস্তান সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে দৃঢ় ভাবে পদক্ষেপ নেবে।”

টিলারসান মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় কয়েকটি দেশ সফর করছেন।

XS
SM
MD
LG