অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মধ্যপ্রাচ্য সফর


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন শুক্রবার থেকে মধ্যপ্রাচ্য সফর করছেন। তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি আরব এবং ইরাক সরকারের সংগে মাইল ফলক বৈঠকে যোগ দিচ্ছেন। তারা দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নানা দিক নিয়ে আলোচনা করবেন। রিয়াদ ও বাগদাদের সম্পর্ক ভাল করার লক্ষ্যে Coordination Council বা সহযোগিতা কাউন্সিল গঠন করা হয়।

আমেরিকা চায় ইরাকের উপরে ইরানের প্রভাব কমিয়ে বাগদাদের সংগে রিয়াদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তোলা। পররাষ্ট্রে মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নিউয়েট এক বিবৃতিতে বলেছেন, কেবল মাত্র ইরাকের ক্ষেত্রে নয়, ইরান সম্পর্কে আমরা সব সময়ই উদ্বিগ্ন। ইরাক ও সৌদি আরবের সংগে সম্পর্কের যে উন্নতি হচ্ছে আমেরিকা তাকে স্বাগত জানিয়েছে। তিনি আরও উল্লেখ করেন ব্যবসা বাণিজ্যের জন্য দু,দেশের সীমান্ত পথ যে পুনরায় খুলে দেওয়া হয়েছে এটা তারই উদাহরণ।

দু’দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চার মাস আগে ইরাক ও সৌদি আবর এক চুক্তির মাধ্যমে ঐ কাউন্সিল প্রতিষ্ঠা করে এবং এটাই তাদের প্রথম বৈঠক।

XS
SM
MD
LG