অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ায় নারী নেতৃত্বের সময় হয়েছে 


FILE - Fawzia Yusuf Haji Adam is seen in photo posted March 7, 2020, on her Twitter.
FILE - Fawzia Yusuf Haji Adam is seen in photo posted March 7, 2020, on her Twitter.

আফ্রিকা শৃঙ্গের দেশটির নিরাপত্তাহীনতা ও দুর্নীতি দমনে সোমালিয়ার শীর্ষ নেতারা যখন বহু বছর ধরে হিমশিম খাচ্ছেন, এরই মাঝে আইনজীবী, ফাওজিয়া ইউসুফ হাজি আদম জানালেন,এখন সময় হয়েছে মহিলাদের ভূমিকা রাখারI তিনি মঙ্গলবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেনI তবে সংখ্যাগরিষ্ঠ পুরুষ আইনপ্রণেতাদের যথেষ্ট সমর্থন পাওয়া তাঁর জন্য দুষ্কর হতে পারেI

ফাওজিয়া জানান, নির্বাচিত হলে তিনি দেশটির জীবনধারায় নতুন গতির সঞ্চার করবেন, নিরাপত্তা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও শিক্ষার প্রতি অগ্রাধিকার দেবেনI তিনি বলেন, তাঁর পুরুষ সহকর্মীরা যে কাজ করতে ব্যর্থ হয়েছেনI ফাওজিয়া জানান, আমরা দীর্ঘ সময় ধরে পুরুষদের সমাধান দেয়ার প্রতীক্ষা করেছি, যার সমাধান তারা আজ অব্দি দিতে পারেন নিI তাই আমার বিশ্বাস, আমি পুরুষদের চাইতে ভালো সমাধান দেয়ার যোগ্যতা রাখিI

তিনি বলেন, ইসলাম ধর্ম মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণ বা উন্নততর পদে কাজ করতে বাধা দেয় নাI আপনি যদি বাংলাদেশের কথা ভাবেন, মুসলিম বিশ্বে সবচাইতে রক্ষণশীল দেশ হয়েও, গত ৫০ বছরে বহু মহিলা সেখানে রাষ্ট্র পরিচালনা করেছেনI বিশ্বের সবচাইতে জনবহুল দেশ, ইন্দোনেশিয়ায় একজন মহিলা, রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেনI পাকিস্তানের মতো রক্ষণশীল দেশেও একজন মহিলা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেনI

অনেকের ধারণা, প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকারী, আইনজীবী, ফাওজিয়া ইউসুফ হাজি আদমকে সুযোগ দিলে, তিনি পরিবর্তন আনতে সক্ষম হতে পারেনI তবে প্রশ্ন থাকে যে, রক্ষণশীল মুসলমান দেশ, সোমালিয়ার সংখ্যাগরিষ্ঠ জনগণ মহিলা নেতৃত্ব কি মেনে নেবেন ?

XS
SM
MD
LG