অ্যাকসেসিবিলিটি লিংক

টাইম পত্রিকা, যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কে তাদের বার্ষিক “পার্সেন অফ দ্যা ইয়ার” ঘোষণা করেছে


REUTERS Donald Trump Time Person of the Year
REUTERS Donald Trump Time Person of the Year

টাইম পত্রিকা, যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কে তাদের বার্ষিক “পার্সেন অফ দ্যা ইয়ার” ঘোষণা করেছে। আজ বুধবার এই ঘোষণা করা হয়। বলা হয় ২০১৬ সালে ভাল বা মন্দের জন্য হোক তিনিই সবচাইতে বেশি প্রভাব রেখেছেন পৃথিবীতে।

NBC’র Today টেলিভিশন অনুষ্ঠানে এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তার জন্য এটা খুবই সম্মানজনক।

XS
SM
MD
LG