অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান থেকে প্রত্যাহার সম্পর্কিত জেরার মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা


পেন্টাগনে সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিচ্ছেন জয়েন্ট চিফস'র চেয়ারম্যান মার্ক মিলি, ফাইল ছবি ১৮ই অগাস্ট, ২০২১ ছবি/আলেক্স ব্রেন্ডন/এপি
পেন্টাগনে সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিচ্ছেন জয়েন্ট চিফস'র চেয়ারম্যান মার্ক মিলি, ফাইল ছবি ১৮ই অগাস্ট, ২০২১ ছবি/আলেক্স ব্রেন্ডন/এপি

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা আফগানিস্তানে যেভাবে যুদ্ধ বন্ধ হয়েছে এবং সে দেশে ২০ বছর থাকার পর চূড়ান্ত সপ্তাহগুলিতে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের সময় যে অরাজকতা দেখা দিয়েছিল সে সম্পর্কিত প্রশ্নের মুখোমুখি হচ্ছেন I

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান, জেনারেল মার্ক মিলি এবং যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি আফগানিস্তানের সামরিক তৎপরতা বন্ধ বিষয়ে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামরিক বাহিনীর ভবিষ্যৎ কি হবে সে ব্যাপারে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে উপস্থিত থাকবেন।

পেন্টাগন সেনাবাহিনীর প্রত্যাহারের প্রতি সমর্থন জানিয়েছিল, যাতে অন্তর্ভুক্ত ছিল তালিবান যোদ্ধারা আরো একবার দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করার সময়ে আফগানিস্তান থেকে ১,২০,০০০ 'এরও বেশি লোককে সরিয়ে নেয়ার উদ্ধার তৎপরতা।

এই তৎপরতার সময়ে যে সব ঘটনা ঘটে তার মধ্যে ছিল একটি আত্মঘাতী বোমা হামলা যাতে ১৩জন আমেরিকান সেনা সদস্য ও ১৬৯জন আফগান জনসাধারণের মৃত্যু এবং কাবুল বিমানবন্দরে কয়েকদিন ধরে বিশৃঙ্কল ঘটনা।

কর্মকর্তারা বাইডেন প্রশাসনের উদ্ধার পরিকল্পনা ও পরিচালনা, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের তত্পরতা বন্ধের সিদ্ধান্ত এবং চূড়ান্ত দিনগুলিতে সুনির্দিষ্ট কিছু ঘটনা যেমন বিমানবাহিনীর হামলায় যে ১০ জন সাধারণ মানুষ নিহত হয়, সে ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হতে পারেনI

বুধবার আবার অস্টিন, মিলি ও ম্যাকেঞ্জি হাউজ আর্মড সার্ভিসেস কমিটির সামনে হাজির হচ্ছেন।

XS
SM
MD
LG