অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা ইয়েমেনে বোমা ষড়যন্ত্রের সঙ্গে আল ক্বায়দার সম্পৃক্ততা


যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা ইয়েমেনে বোমা ষড়যন্ত্রের সঙ্গে আল ক্বায়দার সম্পৃক্ততা
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা ইয়েমেনে বোমা ষড়যন্ত্রের সঙ্গে আল ক্বায়দার সম্পৃক্ততা

যুক্তরাষ্ট্রের স্বদেশভুমি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জেনেট নেপোলিটানো বলছেন যে বিস্ফোরক ভর্তি যে দুটি প্যাকেট ইয়েমেন থেকে যুক্ত রাস্ট্রের দিকে পাঠানো হয়েছিল তাতে আল ক্বায়দা বিশেষত আল ক্বায়দার ইয়েমেন শাখার লক্ষণ স্পষ্ট ।

তবে তিনি বলেন যে মনে হচ্ছে ঐ সব প্যাকেটে রাসায়নিক পদার্থ PETN রয়েছে , যেটি গত বছর যুক্তরাষ্ট্রের একটি বিমানে বোমা হামলার ব্যর্থ প্রচেষ্টার সময়ে ব্যবহর করা হয়। ঐ ষড়যন্ত্রটি আল ক্বায়দার ইয়েমেন শাখার সঙ্গেই সম্পৃক্ত ছিল।

এই প্যাকেজটি শিকাগোতে একটি ইহুদি উপনাসালয়ের ঠিকানায় পাঠানো হয়েছিল এবং তা শুক্রবার ব্রিটন ও দুবাইয়ের মালবাহী বিমানে পাওয়া যায়। এ সম্পর্কে প্রেসিডেন্ট ওবামার স্বদেশভুমি নিরাপত্তা উপদেষ্টা জন ব্রেনান বলেন যে আলক্বায়দা আমাদের দেওয়া সব রকমের প্রতিবন্ধকতার সঙ্গে খাইয়ে নিতে পারছে। সে জন্যেই আমাদের আরও সতর্কতার প্রয়োজন আছে।
এ দিকে প্রেসিডেন্ট ওবামা বলেন যে আল ক্বায়দার ষড়যন্ত্র নষ্যাৎ করতে এবং আরব উপদ্বীপে তাদের ধ্বংস করতে আমরা ইয়েমেন সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবো ।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG