অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড়ে উনিশজন নিহত


মঙ্গলবার ভোরে এক শক্তিশালী ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল, টেনেসি এবং আশেপাশের এলাকায় আঘাত হানে। এতে, কমপক্ষে সাত জন নিহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হযেছে।

বজ্রপাতে বিদ্যুতের ঝলকানি ও ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার চিত্র ধরা পড়ে ভিডিওতে। জরুরি কর্মকর্তারা জানিয়েছেন ন্যাশভিল জুড়ে কমপক্ষে ৪০টি কাঠামো ভেঙে গেছে।কর্মকর্তারা জানিয়েছেন, তারা অস্থায়ী জরুরী আশ্রয়কেন্দ্র স্থাপন করেছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য। মঙ্গলবার শহরের স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।পশ্চিম ন্যাশভিলের একটি ছোট্ট পৌর বিমানবন্দরের বেশ কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে এই ঘূর্ণিঝড়ে। করেছে কারণ এটি শহরতলিতে প্রবেশের জন্য।

ঘূর্ণিঝড়টি প্রথম ন্যাশভিলের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছোট্ট শহর কেমডেনের কাছে আঘাত হানে।সেখানে এক ব্যক্তির মৃত্যু হয়।এর পর ঘূর্ণিঝড়টি ১৪০কিলোমিটার পূর্বে অবস্থিত ছোট্ট শহর কুকভিলে আঘাত হানে যেখানে আরও মানুষ নিহত হয়।রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ঘূর্ণিঝড়টি টেনেসিতে ভোটদানে প্রভাব ফেলতে পারে। সুপার টিউসডে প্রাথমিকে অংশ নেয়া ১৪টি রাজ্যের মধ্যে টেনেসি অন্যতম।

XS
SM
MD
LG