অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসতে যাচ্ছে 


চীনের বিরোধিতা সত্ত্বেও, যুক্তরাষ্ট্র, এ সপ্তাহে তাইওয়ানের সঙ্গে বাণিজ্য আলোচনায় দুটি দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের প্রয়াস চালাবেI বুধবার, যুক্তরাষ্ট্র ও তাইওয়ান ৫ বছর বিরতির পর ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, সংক্ষেপে TIFA 'র আওতায় বাণিজ্য আলোচনা শুরু করবেI

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি, জেন সাকি বলেন, "তাইওয়ান একটি নেতৃত্বদানকারী গণতন্ত্র, বৃহৎ অর্থনীতি ও নিরাপত্তা অংশীদারI আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের সম্পর্ক জোরদার করবোI আমরা যুক্তরাষ্ট্র-তাইওয়ান বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের গুরুত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ"I

তবে, বেইজিংয়ে চীন কর্মকর্তারা বাণিজ্য আলোচনার বিরোধিতা করেছেনI চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, ঝাও লিজিয়ান সংবাদ অবহিতকরণে বলেন, চীন আগাগোড়াই তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন বা যে কোন ধরণের সরকারি যোগাযোগের বিরোধিতা করেছেI

তাইওয়ানের পররাষ্ট্র দপ্তর জানায়, তাইওয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ট অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বজায় রাখবে এবং TIFA 'র আওতায় মিলিত স্বার্থ উন্নয়নে সহযোগীতা বৃদ্ধি করবেI

XS
SM
MD
LG