যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তিত লিঙ্গের শিক্ষার্থীদের লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে বাথরুম ও লকার ব্যাবহারের নতুন নীতিমালা জারি করেছেন কেন্দ্রীয় সরকার।
বিচার ও শিক্ষা মন্ত্রনালয়ের সমন্বয়ে যৌথভাবে জারি করা চিঠিতে বলা হয়েছে গত বছর ওবামা প্রশাসন জারিকৃত এ বিষয়ক নীতিমালা নিয়ে নানা বিতর্ক ছিল।
Title IX নামের একটি আইন এর ভিত্তিতে করা ওই নীতিমালায় শিক্ষঙ্গনে লিঙ্গ বৈষম্য নিয়ে ছিল নানা প্রশ্নও। তবে বলা হয় এ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত দেয়ার অধিকার রয়েছে রাজ্য ও স্থানীয় প্রশাসনের; ফেডারেল সরকারের নয়।