অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্টের ভ্রমণ নিষেধাজ্ঞা সমর্থণ করেন অধিকাংশ আমেরিকান


ছয়টি মুসলিম প্রধান দেশের যাত্রীদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা সম্বলিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশকে সমর্থণ করেন আমেরিকার বেশিরভাগ ভোটার। পলিটিকো এবং মর্নিং কন্সাল্টের নতুন এক জরিপ রিপোর্টে এ তথ্য উঠে আসে।

ঐ নির্বাহী আদেশ অনুসারে ইরান, লিবায়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের জন্য ৯০ দিন ভিসা দেয়া বন্ধ থাকার কথা এবং শরনার্থী গ্রহনের ওপর ১২০ দিন সাময়িক নিষেধাজ্ঞা থাকার কথা।

জরিপের ফলাফলে দেখা যায় ৬০ শতাংশ আমেরিকান ভোটার নিষেধাজ্ঞা সমর্থন করেন; আর সমর্থন করেন না ২৮ শতাংশ ভোটার।

রিপাবলিকানদের মধ্যে ৮৪ শতাংশ সমর্থন করেন; ৯ শতাংশ বিরোধীতা করেন।

স্বতন্ত্র ভোটারদের মধ্যেও নিষেধাজ্ঞার পক্ষেই সমর্থন বেশী। এদের ৫৬ শতাংশ পক্ষে আর ৩০ শতাংশ বিপক্ষে।

ডেমোক্রেট ভোটারদের ৪০ শতাংশ ভ্রমন নিষেধাজ্ঞা সমর্থন করেন; ৪৬ শতাংশ করেন না।

XS
SM
MD
LG