প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসেই ৭টি মুসলিম-প্রধান দেশের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে যে বিতর্ক তৈরি করেন, তার প্রেক্ষাপটে অ্যামেরিকার বিভিন্ন জায়গায় এখনো বিক্ষোভ চলছে। এ দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নিউইয়র্কে বিপুল সংখ্যক অভিবাসী বাস করেন। বাংলাদেশিদের সংখ্যাও অনেক। ট্রাম্পের ঐ আদেশ সম্পর্কে তারা কি ভাবছেন? অভিবাসন কর্মী কাজি ফওজিয়া বলছেন, এটি অসাংবিধানিক এবং জনগণের প্রতিবাদের মুখে প্রেসিডেন্ট ঐ আদেশ প্রত্যাহার করতে বাধ্য হবেন। একটি বাংলা পত্রিকার সম্পাদক রতন তালুকদার অবশ্য মনে করেন, মিডিয়া এই বিষয়টি বেশি বড় করে দেখাচ্ছে। তাদের সাথে কথা বলেছেন বর্তমানে নিউইয়র্ক সফররত সাংবাদিক সেলিম হোসেন। ওয়াশিংটন থেকে তার সাথে কথা বলেছেন আহসানুল হক।
নিচে প্লে বাটনে ক্লিক করে বিস্তারিত শুনুন।