প্রকৃতি, পরিবেশ ও নৈ:সর্গিক সৌন্দর্য এর কারনে দেশের ও দেশের বাইরের মানুষের কাছে ক্রমেই সম্ভাবনাময় হয়ে উঠছে এ দেশের পর্যটন শিল্প| পুরো বছর জুড়ে দেশি-বিদেশী পর্যটকরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত ছুটে চলছেন| কিছু তরুণ ভ্রমনপ্রিয় মানুষদের ভ্রমণকে মসৃন ও আনন্দময় করতে ট্রাভেল বাংলাদেশ নামে একটি সংগঠন এর ব্যানারে নানান রকম কাজ করে যাচ্ছেন| আজ সেই উদ্যোগ নিয়ে আমাদের আয়োজন।