অ্যাকসেসিবিলিটি লিংক

শনিবার থেকে কলকাতায় শুরু হচ্ছে করোনা টিকাকরণের মহড়া


নতুন বছর নিয়ে এল খুশির খবর। আগামিকাল, শনিবার থেকে কলকাতায় শুরু হচ্ছে করোনা টিকাকরণের মহড়া। ইতিমধ্যেই চার রাজ্যে এমন ‘ড্রাই রান’ সফল হয়েছে। তাই এবার নতুন বছরের দ্বিতীয় দিন থেকে দেশের প্রতিটি রাজ্যের রাজধানী শহরে ভ্যাকসিন প্রদান অভিযানের মহড়া চালুর সিদ্ধান্ত নিল কেন্দ্র। সে জন্য গতকাল বৃহস্পতিবারই প্রায় ৮৩ কোটি সিরিঞ্জ কেনার বরাত দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আরও ৩৫ কোটি সিরিঞ্জের জন্য টেন্ডার ডাকা হচ্ছে। অন্যদিকে, নতুন বছরের প্রথম দিনেই ভ্যাকসিনে ছাড়পত্র মিলতে পারে বলে জল্পনা তুঙ্গে। তার প্রধান কারণ অবশ্য আজ, শুক্রবার করোনা টিকায় জরুরি ভিত্তিতে ছাড়পত্রের লক্ষ্যে বৈঠকে বসছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) সাবজেক্ট এক্সপার্ট কমিটি।

please wait

No media source currently available

0:00 0:01:19 0:00

সেখানে সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিনের আবেদন খতিয়ে দেখা হবে। কেন্দ্রের নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) কর্তা ডাঃ ভি জি সোমানি এদিন বলেছেন, ‘নববর্ষ হবে খুশির বছর, এটুকু ইঙ্গিত দিচ্ছি।’ সঙ্গে এও জানিয়েছেন, ‘চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ না হলেও আগের পর্বের তথ্য বিশ্লেষণ করে ছাড়পত্র দেওয়ায় কোনও সমস্যা নেই।’

XS
SM
MD
LG