অ্যাকসেসিবিলিটি লিংক

বিধানসভা নির্বাচনের ভোটে উত্তরপ্রদেশের পুলিস মোতায়েন বন্ধ হোক দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস


পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটে উত্তরপ্রদেশের পুলিস মোতায়েন বন্ধ হোক'। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি এমনই দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। কমিশনের কাছে রাজ্যের শাসকদলের অভিযোগ, ভোটের মুখে প্রার্থীদের হেনস্থা করছে সিবিআই ও ইডি।

প্রসঙ্গত বলা যেতে পারে ২০২১ এর ভোটে আইনশৃঙ্খলার প্রশ্নে আপস করতে রাজি নয় কমিশন। গতকাল উত্তরবঙ্গের ৮টি জেলার জেলাশাসক, পুলিস সুপার ও পুলিস কমিশনারদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন ফুলবেঞ্চের সদস্যরা। আর বাকিদের সঙ্গে বৈঠক হয় ভার্চুয়ালি। সংশ্লিষ্ট সূত্রের খবর, রাজ্যে যতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে, তার মধ্যে ৫০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিং করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক ও পুলিস সুপারদের। কমিশনের তরফে জানানো হয়েছে, 'রাজ্যে ১ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। প্রয়োজনে তার থেকেও বেশি পাঠাতে পারে'। শোনা যাচ্ছে, বাংলায় ভোট পরিচালনার জন্য উত্তরপ্রদেশ থেকে ৩০ কোম্পানি পুলিবাহিনী আনা হতে পারে। আর তাতেই আপত্তি তুলেছে তৃণমূল কংগ্রেস বলে খবর।

XS
SM
MD
LG